appu মোবাইল অনেকদিন আগে যে একটা প্যান্ট ফাইল তৈরি করেছিল ঠিক সেই রকমই এই ক্যামেরাটি হবে । Appu mobile এর আগেই হুয়াওয়ে এই ক্যামেরাটি নিয়ে আসছে। এখানে যতটা ইচ্ছে আপনার প্রয়োজন মত আলো আপনি নিতে পারবেন। লো লাইট এ এই ক্যামেরা ফটো খুব ভালো হবে । Huawei যে ভেরি এবেল অ্যাপারচার নিয়ে আসছে সেখানে ছটা ভেরি এবেল অ্যাপারচার থাকবে । ক্রমশ স্মার্টফোন এর মত
পরবর্তী খবরের আসছে রিয়েলমি কে নিয়ে রিয়েল মি বাংলাদেশ একটা ফোন লঞ্চ করছে realme narzo 30 যেটা ফোরজি ফোন হবে । একটা লীগ থেকে জানতে পারছি যে এই ফোনটার দাম হবে কুড়ি হাজার টাকা ।
একটা রেডমি নোট টেন এর ভাল বিকল্প কোন হবে ইতিমধ্যে রেলমি Narzo 50 A এই ফোনটা আসছে । তার ব্যপারটা জানা যাচ্ছে পুরোপুরি স্পেসিফিকেশন আমরা জানতে পারছি। সেখানে আমরা জানতে পারছি 6.5 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে আছে। মিডিয়াটেক হেলিও g85 প্রসেসর থাকছে । ব্যাকসাইড এ triple রেয়ার ক্যামেরা থাকবে । এছাড়াও থাকছে 6000 এম এস ব্যাটারি 18 ওয়াট এর ফাস্ট চার্জার । টাইপ সি পোর্ট ইত্যাদি ইত্যাদি সবকিছু ।
পরবর্তী খবর রেডমি নোট 7 প্রো মোবাইল বাংলাদেশ ব্লাস্ট হয়ে গেছে।
শাওমির কোন এর আগেও একাধিকবার ব্লাস্ট হয়ে গেথ। পরবর্তীতে এসব সমস্যা যেন না হয় তার জন্য শাওমিকে একটু নজর রাখতে হবে। শুধু স্বামীর নয় এর আগে স্যামসাং মোবাইল আমেরিকাতে স্যামসাং গ্যালাক্সি এ 21প্লেন এর মধ্যে ব্লাস্ট হয়ে গিয়েছিল এর ফলে আগুন লেগেছে । আগুন লাগার বেস্ট কারণ হচ্ছে মোবাইল কোম্পানিগুলো এত মোবাইল লঞ্চ করছে যে তার ওপর ঠিকঠাক নজরদারি করতে পারছে না। আমরা বিভিন্ন রকমের কোম্পানি অনুরোধ করবো ফোন কম মোবাইল আসুক কিন্তু যেন কোন গুলো ভালো হয়। সেগুলোই আমরা কিনে নিতে পারব গ্রাহকরা কিনে নিতে পারবে এর ফলে আপনাদের ব্যবসার কোন ক্ষতি হবে না।
0 Comments